যে কোন অ্যাপস লক করুন কোন থার্ড পার্টি অ্যাপ ছাড়াই....!! - TECHNICAL BANGLA

যে কোন অ্যাপস লক করুন কোন থার্ড পার্টি অ্যাপ ছাড়াই....!!

Huawei ব্যান্ডের যে সকল ফোন রয়েছে।সবগুলোতেই কোন র্থাড পাটি অ্যাপ ছাড়া সকল অ্যাপ লক করা সম্ভব। কারণ
আপনি অবশ্যই টাইটেল দেখে এখানে পড়তে এসেছেন, তাহলে আস্তে ধিরে শুরু করা যাক।
আসসালামু আলাইকুম সুপ্রিয় পাঠক বৃন্ত,
আপনারা সবাই কেমন আছেন। আসা করি আল্লাহর রহমতে সবাই ভালোই আছেন এবং আমি ও ভালো রয়েছি। আজকে টিউটরিয়ালে আমি Huawei Y3ii,  Y3, Y6 এই ফোনের যে কোন এপস লক করে রাখুন। কোন থার্ড প্রাটি সফটওয়ার ছাড়া।

huawei phpne

অনেকে হয়তো টাইটেল দেখে নাও বুঝতে পারে। তাই টিউটরিয়ালের কিছু অংশ পড়লেই বুঝতে পারবেন। তাহলে চলুন শুরু করা যাক---

 প্রথমে  আপনার HUAWEI ফোন এর ফোন ম্যানেজর(phone manager [নোট: সবার হুয়াওয় ফোনে Phone Manager নামে একটা অ্যাপ ডিফল্ট ভাবে ইনস্টল দেয়া থাকে]) এ যেতে হবে। এবার আপনাকে ডানে স্ক্রোল করুন। তার পরে apps lock অপশন যাবেন।
phone manager

 তারপরে আপনাকে ৪ ডিজিটে পিন দিতে হবে,,, আবারও কনফ্রাম পিন দিতে হবে।
এবার আপনাতে এপস এর অপশনটি নিম্নক্ত ভাবে (Enable)  করে দিতে হবে।

phone manager


এবার আপনি যে সকল অ্যাপস গুলো লক করে চান সেই অ্যাপস গুলোর সাইটে ক্লিক করুন আর ওই সকল অ্যাপস লক হয়ে যাবে।

phone manager
এবার তো অ্যাপ লক হয়ে গেল। এখন অনেক টাইমে হয়তো এটা কিভারি করা যাবে। এজন্য আপনাকে আরো কিছু সেটআপ করতে হবে। যেমন -- আ্যাপটির সেটিং এ যেতে হবে।
সেটিং থেকে থেকে আপনাকে রিসেট পাসওয়াড প্রটেশনে যেতে হবে।

তারপরে ইচ্ছা মতো আপনার কিছু ইনফমেশন দিয়ে ফিনিস এ ক্লিক করবেন।

এতে কেউ আর আপনার পাসওয়াডটি কেউ রিকোভারি করতে পারবে না।

এতে আপনার গোপনীয় কিছু তথ্য লক করে রাখতে পারেন এবং এতে গুরুত্বপূর্ণ ডকুমেন্ট গুলো আর পাবলিস করতে পারবে না। এই টিউটিয়াল থেকে আপনি যদি উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই মন্তব্য করবেন।
আজকের এই পর্যন্তই দেখা হবে,,, পরবর্তী টপিকে সবাই ভালো থাকবেন।একজন সচেতন নাগরিক হওয়ার চেষ্টা করবেন।

No comments

Theme images by diane555. Powered by Blogger.