আসসালামু আলাইকুম পাঠক বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভাল আছেন, আল্লাহর রহমতে আমিও ভাল আছি ? বর্তমানে নিজের একটা ওয়েবসাইট না থাকলে কেমন জানি লাগে, তাই আজকের টিউটোরিয়াল হবে, কিভাবে আমরা একটি ওয়েবসাইট তৈরি করতে পারি একদম ফ্রিতে। চলুন তাহলে শুরু করা যাক টিউটোরিয়ালটি-
আজকে আমরা একটা ব্লগার ওয়েবসাইট তৈরি করব কিভাবে ব্লগার ওয়েবসাইট ক্রিয়েট করতে হয় তা আমি আপনাদের দেখাবো স্টেপ বাই স্টেপ দেখাবো---
|
how to create a website |
আগেই বলে নেই একটা ব্লগার ওয়েবসাইট তৈরি করার জন্য আপনার একটা জিমেইল অ্যাকাউন্ট থাকতে হবে এবং ব্রাউজারে লগইন করা থাকতে হবে। ধরুন আপনার জিমেইল অ্যাকাউন্ট আছে এবং ব্রাউজারে লগইন করা আছে তাহলে এখন ওয়েবসাইট তৈরি করব-
১. প্রথমে আপনাকে http://blogger.com এ যেতে হবে, তারপর
|
blog |
আপনি ইচ্ছামত যেকোন একটা নাম দেবেন, দিয়ে Continue to Blogger এ ক্লিক করবেন, তারপর
|
blog |
Create New Blog এ ক্লিক করবেন,,,,,,, এবার আপনাকে,,,,
|
blog |
আপনার ব্লগের নাম,,,,, এবং আপনার ব্লগের address দিবেন। যেটা আপনার ব্লগের লিংক। তবে আপনি যদি বিজনেস এর জন্য ব্লগ তৈরি করেন। তাহলে অবশ্যই,,,,, ইউনিক নাম এবং এডড্রেস দিবেন। তারপরে আপনি যে কোন একটা themes সিলেক্ট করবেন। তারপরে,,,,,,,
|
blog |
create blog এ ক্লিক করলেই। আপনার ব্লগটি সম্পর্ণ তৈরি হয়ে গেল। এবার আপনার ব্লগটি কেমমন হয়েছে। এটা দেখার জন্য,,,,,,,, অবশ্যই
|
blog |
view blog ক্লিক দিলেই। আপনার ব্লগটি দেখতে পারবেন এবং new post থেকে আপনি post দিতে পারবেন। উদাহরণস্বরূপ এই রকম দেখাবে,,,,,আপনার ব্লগটি,,,,,,,
|
blog |
অনেক কষ্ট করে টিউটরিয়ালটি পড়ার জন্য ধন্যবাদ।
আজকের টিউটোরিয়ালটি এ পর্যন্তই আশা করি টিউটোরিয়ালটি বুঝতে কারো অসুবিধা হবে না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ও সবাইকে সুস্থ রাখার চেষ্টা করবেন ইনশাল্লাহ।
No comments