আপনার website টা কিভাবে Google Search Engine এ submit করবেন? - TECHNICAL BANGLA

আপনার website টা কিভাবে Google Search Engine এ submit করবেন?

আসসালামু আলাইকুম পাঠক বন্ধুরা, আমার ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। তাহলে আর বেশি কথা না বলেই চলুন আজকের টিউটোরিয়ালটি শুরু করা যাক,,,,, 
 ♦আপনার ওয়েবসাইট বা ব্লগ সাইটটি বা অ্যান্ড্রয়েড অ্যাপস হতে পারে। এগুলো কিভাবে গুগল সার্চ ইঞ্জিনে সাবমিট করবেন। 
♦ সার্চ ইজ্ঞিনে কেন সাবমিট করবেন বা কিভাবে করবেন?

technical bangla

 তা আমি আজকের এই টিউটোরিয়ালে আলোচনা করব--- 
আমাদের প্রত্যেকেরই একটা না একটা ওয়েবসাইট বা ব্লগ সাইটে রয়েছে। যাতে আমরা অনেকেই লেখালেখি করি। আবার অনেক সময় দেখা যায় যে আমরা লেখালেখি করি কিন্তু এই লেখাগুলো সঠিক ভিউ হচ্ছে না এবং আমাদের লেখার মান সঠিক রয়েছে তবুও ভিউ হচ্ছে না। এগুলোর জন্য আমরা আমাদের ওয়েবসাইটটি কে গুগল সার্চ ইঞ্জিনে সাবমিট করে আমাদের ওয়েবসাইটটি যেন আমাদের ওয়েবসাইটে সবার সামনে চলে আসে এবং কনটেন্ট গুলোতে বেশি ভিউ হয় এবং আমাদের ওয়েবসাইটটি জনপ্রিয় হয়। আমি মনে হয় আসল বিষয়টা আপনাদের ক্লিয়ার করে বোঝাতে পেরেছি। কেন আমাদের ওয়েবসাইটটি গুগল সার্চ ইঞ্জিনে সাবমিট করা দরকার।

♦♦ কিভাবে আমাদের ওয়েবসাইটটি সার্চ ইঞ্জিনে সাবমিট করবেন । 
 -- আপনাদের অনেকের পার্সোনাল ওয়েবসাইট হতে পারে বা অনেকেরই ই-কমার্স সাইট হতে পারে। অনেকেরই অনেক বড় বড় সাইট হতে পারে কিন্তু আমার ব্লগ সাইট আছে, আমি ব্লগ সাইট কে গুগলে সার্চ ইঞ্জিন দেখাবো। আসলে সব ওয়েবসাইট গুলো গুগলে সার্চ ইঞ্জিন সাবমিট করা, একই রকম চলুন শুরুকরা যাক--- 
১. আপনার ফোন বা কম্পিউটারে যে কোন একটা ব্রাউজার সিলেক্ট করে নিতে হবে ব্রাউজারে একটি জিমেইল আইডি লগইন থাকতে হবে এবং আপনি যেকোন ইমেইল ব্যবহার করে আপনার সাইটটি সার্চ ইন্জিনে সাবমিট করতে পারবেন. আপনাকে ব্রাউজারে টাইপ করতে হবে... 
 http:// google.com/webmaster/tools. ব্রাউজারে টাইপ করার সময় http:// দেয়া লাগে না।
অথবা এখানে ক্লিক করেই প্রবেশ করতে পারেন। 
এরপর আপনাকে Start Now এ ক্লিক করতে হবে। 
এবার এই রকম পেজ আসবে,,,,
google search console 1

 আপনাকে,,,,, আপনার ওয়েবসাইট এর লিংকটি দিবেন তারপর Add Property তে ক্লিক করবেন। 
এখন সাবমিট হইয়ে গেল কিন্তু এটা লিগেল ভাবে ভেরিফাই করতে হবে। এরপর আপনাকে,,,,,,,, 
meta tag
    ভেরিফাই করতে হবে ।এটা অনেক ভাবে ভেরিফাই করা যায়। তবে HTML meta tag দ্বারা ভেরিফাই করাটা সবচেয়ে সহজ ,তাই আমি html meta tag  দিয়ে ভেরিফাই করা দেখাব ।এখনে একটা কথা বলে রাখি,, সবার meta tag কোড আলাদা আলাদা হয়। এবার ওই code ta  কপি করে নেবে।  কিন্তু আগেই ভেরিফাই তে ক্লিক করবেন না। এবার কোড নিয়ে গিয়ে আপনার website এর-----
blogger site
edit html এ যেতে হবে,,,,তারপর,,,,,

edit hmtl 

<head> tag এর নিচে আপনাকে কোডটি paste করে দিতে হবে। এবার Save themes এ ক্লিক করতে হবে। এখানে আপনার কাজ শেষ। আবার আপনাকে

 google.com/webmaster/tools এ গিয়ে ----
verify  google search console
 verify  তে ক্লিক করতে হবে। এভাবেই গুগল সার্চ কনসোল বা গুগল সার্চ ইঞ্জিনে আপনার ওয়েবসাইটটি সাবমিট হয়ে গেল। আপনি সকল ওয়েবসাইট এইভাবে সাবমিট করতে পারবেন।


 তাহলে আজকের মতো এই পর্যন্তই আবার দেখা হবে, পরবর্তী কোন টিউটোরিয়ালে আমাদের সাথে থাকার জন্যে ও টিউটোরিয়ালটি পড়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ইনশাল্লাহ।

1 comment:

  1. আমার ওয়েবসাইট টা গুগল সার্চ কনসোলে ভেরিফাই করতে গেলে নট ফাউন্ড দেখাচ্ছে ।কি করতে পারি এখন?

    ReplyDelete

Theme images by diane555. Powered by Blogger.