HTML কি? HTML কেন ব্যবহার করা হয়? HTML যেভাবে শিখবো? - TECHNICAL BANGLA

HTML কি? HTML কেন ব্যবহার করা হয়? HTML যেভাবে শিখবো?

আসসালামু আলাইকুম সুপ্রিয়  পাঠক  বন্ধুরা।  আমার ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। আজ থেকে আমরা   HTML5 শুরু করবো,,,,,,,
আমরা ধীরে ধীরে HTML5 সম্পূর্ণ  ট্যাগ ব্যবহার করা শিখবো।

#টিউন-০১

শুরুতে আমার জেনে নিবো,,,,

HTML কি?
HTML এর পূর্নরূপ Hyper Text Markup Language।
এটি একটি মার্কআপ ল্যংগুয়েজ।
 যা এক সারি ট্যাগ সমন্বয় এ গঠিত।
ওয়েবপেজ তৈরি করতে Html ব্যবহৃত হয়।প্রায় সকল ওয়েব পেজ প্রাথমিক ভাবে গঠন করতে html ট্যাগ প্রয়োজন।

what is html 5


Html এর উৎপত্তি কোথায় থেকে--

১৯৯০ সালে বার্নার্স-লি ব্রাউজার এবং সার্ভারের সফ্টওয়্যারে এইচটিএমএল (HTML) এর উল্লেখ করেন ।

HTML  এর ভার্সন  সমূহ--
বিভিন্ন সময়ে html এর বিভিন্ন ভার্সন প্রকাশ হয়েছে।
HTML প্রকাশ হয়েছে ১৯৯১ সাল,
 প্রকাশ HTML 2.0 ভার্সন প্রকাশ হয়েছে ১৯৯৫ সাল,
HTML 3.2 ভার্সন প্রকাশ হয়েছে ১৯৯৭,
 HTML 4.1 ভার্সন প্রকাশ হয়েছে ১৯৯৯ সাল,
 XHTML প্রকাশ হয়েছে  ২০০০ সালে,
HTML 5 ভার্সন প্রকাশ হয়েছে ২০১৪ সালে,
সর্বশেষ HTML 5  ভার্সন সংস্করণ করা হয়েছে।

২০১৬ সালে ভার্সন এর উপর ভিত্তি করে html কোড অনেক পরির্বতন এনেছে। এতে সহজে html 5 শিখা সম্ভব। বর্তমানে সব ওয়েব পেজ তৈরিতে html 5 ভার্সন ব্যবহার করা হয়।

দিন দিন html নতুন নতুন পরিবতর্ন  আনতেছে এতে কম সময়ে বেশি কাজ কার সম্ভব হচ্ছে এবং নতুন নতুন ট্যাগ ব্যবহার করে আমরা নতুন কিছু তৈরি করতে সক্ষম হয়তেছি।

আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আপনার কোন প্রশ্ন থাকলে করতে পারেন,  আপনাদের  জন্য কমেন্ট বক্স খোলা রয়েছে।
আমরা আপনার প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ্।

1 comment:

Theme images by diane555. Powered by Blogger.